দপ্তরের কার্যাবলী ও নাগরিক সেবা
১। উপজেলা পরিষদ, এবং সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, উন্নয়ন, রক্ষনাবেক্ষন এবং মেরামত কাজের পরিকল্পনা,
প্রাক্কলন প্রণয়নসহ স্কীম প্রস্ত্তত করনের দায়িত্ব পালন করা।
২। উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, উন্নয়ন,রক্ষনাবেক্ষন ও মেরামত কাজ নিয়মিত তদারকী করা এবং
কাজের গুনগতমান নিশ্চিত করিবার লক্ষ্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
৩। উপজেলা ও ইউনিয়ন পরিষদকে নির্মাণ, উন্নয়নন, রক্ষনাবেক্ষন, মেরামত কাজে কারিগরী পরামর্শ ও সহায়তা প্রদান করা।
৪।উপজেলা সড়ক সহ অন্যান্যভৌত অবকাঠামোর ডাটা বেজ প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ করা।
৫। উপজেলার সড়ক সহ অন্যান্য ভৌত অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে উপজেলা পরিষদকে সহায়তা করা এবং উপ
জেলা পরিকল্পনা বই প্রণয়ন, রক্ষনাবেক্ষন ও হালনাগাদ করা।
৬। অত্র দপ্তরের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ সম্প্রসারনে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করা।